ক্ষমতা!

কথিকা 

ক্ষুদীরাম দাস :
‘ক্ষমতা’ বলে একটা কথা আছে। একটি শক্তিশালী শব্দ এই ‘ক্ষমতা’। শুনতেও ভালো লাগে, ভালো লাগার কথা তো বটেই। তবে এই শব্দটির মধ্যে ভয় বলেও কথা আছে, আছে অহঙ্কার করার মতো কিছু, আছে ধরাকে সরা জ্ঞান না করার মতো কিছু।

একটু চিন্তা করলেই বুঝবেন যে, ক্ষমতা যার আছে সে কিন্তু খুবই শক্ত। আর শক্তের ভক্ত বলে যে কথাটি রয়েছে, তাকেও আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং ক্ষমতা যার মধ্যে রয়েছে, তার শক্তিও রয়েছে; আর তার ভক্তেরও কোনো অভাব নেই। তার কাছাকাছি ঘুরঘুর করার মতো লোকের অভাব নেই। তাকে সবারই প্রয়োজন রয়েছে।

যার ক্ষমতা আছে যে যা বলে সবই নাকি ঠিক। আবার তার মিথ্যা কথাগুলোও বাণীর মতো সবাই মনোযোগ দিয়ে শুনে। কেউ উচ্চবাচ্য করে না, করবেও না। ক্ষমতা আছে তো শক্তি আছে, সুতরাং তার মিথ্যাও সবাই নীরবে বহন করে ও মেনে নেয়।

আর তাকে সবাই জ্ঞানী হিসেবেই সবাই ভাবে। প্রকৃতপক্ষে যে শিক্ষিত ও জ্ঞানী তাকে এমন ক্ষমতাবান ব্যক্তিদের মন থেকে কোনোভাবেই গ্রহণ করে না ঠিকই, নিজের বেঁচে থাকার জন্যে তোষামোদও করে থাকে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২৮ অক্টোবর ২০২০ খ্রি. ১২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বুধবার