দোহারে জয়পাড়া বাজারের ফুতপাত গুলোতে গরম কাপড় কিনতে মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক :

দোহারের জয়পাড়াতে শীতের আগমনে গরম কাপড় কিনতে ফুতপাত গুলোতে মানুষের ভিড় দেখা যাচ্ছে। রাতের কুয়াশা, হালকা বাতাস শীত আসার আগমনি বার্তা নিয়ে আসছে। গরম কাপড়ে নিজেকে মুড়িয়ে নিতে উচ্ছুক ছেলে বুড়ো সবাই। তাই তো দামে স্বস্তা হওয়াতে শীতের কাপড় কিনতে সবাই ভিড় করছে ফুতপাত গুলোতে ।

দোহারের জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পুরানো কাপড় চোপড়ের দোকান বসে। সেখানে গেলে দেখা যায় ছোট বড় অনেকে ভিড় করছে নানা রঙ্গ বেরঙ্গের গরম কাপড় কিনতে। এখানে কম দামে নিজের পছন্দ মত দেখে শুনে গরম কাপড় কেনা যায়। ঘুরে ঘুরে দেখলে ১২০-২৫০ টাকায় ভালো মানের গরম কাপড় কেনা যায়। তবে নিম্ন মানের কাপড়ও রয়েছে দূর দূরান্ত থেকে আগত ক্রেতারা অনেকেই সে কথা জানান।

ফুতপাতের এক বিক্রেতা, মেহেদি হাসানকে জানান, শীত পড়া শুরু হওয়াতে ৩/৪ দিন একটু লোকজন আসা শুরু হয়েছে। কেনা বেচা খুব একটা বেশি হচ্ছে না।