মেয়র প্রার্থী খলিলুর রহমানের ভাটিয়ালপুর কর্মকার বাড়িতে উঠান বৈঠক

মহিউদ্দিন, ফারিদগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২০ ইং এর প্রস্তুতি উপলক্ষে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামীলীগ নেতা খলিলুর রহমানের সমর্থনে ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কর্মকার বাড়িতে আওয়ামী লীগ নেত্রী সাবেক কাউন্সিলর গীতা রানী দাসের সভাপতিত্বে পৌরসভা ছাত্রলীগের সদস্য ইসমাঈল হােসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য পৌরসভার মেয়র প্রার্থী প্যানেল মেয়র খলিলুর রহমান।

এ সময় তিনি বলেন, যদি নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে নির্বাচিত হই এই এলাকার দুঃখী মানুষের পাশে থাকবো, প্রথমে আজিম বাড়ির ড্রেনেজ ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যারা প্রধানমন্ত্রীর উন্নয়নকে লোপাট করেছে তাদের বিরুদ্ধে এই পৌরসভার জনগণ সঠিক জবার দিবে,যাদের হাতে নারী নির্যাতন হয় তারা কিভাবে নারীর নিরাপত্তা দিবে।

মাদক মুক্ত পৌরসভা গড়তে জিরাে টরারেন্স থাকবে। ছাত্র জীবন থেকে জনগনের কল্যানে কাজ করে যাচ্ছি তা সর্বদা অব্যাহত থাকবে। এই পৌরসভা বাসির সেবার মানোন্নয়ন অগ্রনী ভূমিকা পালনের চেষ্টা করবাে। আমি আপনাদের দােয়া ভারােবাসায় সমর্থন পেয়ে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হলে আমাদের এই পৌরসভাকে আধুনিক মানের পৌরসভা হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবাে।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মােহাম্মদ রসু মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা এমরান শেখ, ছাত্রলীগ নেতা ইস্রাফিল আলম সােহাগ, কর্মকার বাড়ির পক্ষ থেকে তপন কর্মকার, সুনিল কর্মকার, নিখিল কর্মকার, লিটন কর্মকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শিমুল পাটওয়ারী,উপজেলা যুবলীগের অন্যতম সদস্য আলা উদ্দিন মিয়াজী,রুবেল হোসেন শান্ত,আব্দুর রশিদ,উপজেলা যুবলীগের সিনিয়র নেতা বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হােসেন, হকার্স লীগের সভাপতি সুমন হােসেন, যুবলীগ নেতা রমজান বেপারী,ছাত্রলীগ নেতা মাহিন হােসেন,শুভ বেপারী, রাসেদ পন্ডিত, রুবেল আখন বাহাদুর পাটওয়ারী।

এছাড়া এলাকাবাসী পক্ষে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, শাহজাহান ভুইয়া, নাদিরুর জামান খান প্রমুখ।

 

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১০:১৫ পিএম

২৭ নভেম্বর ২০২০ খ্রি. ১২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১১ রবিউস সানি ১৪৪২ হিজরি, শুক্রবার