তুমি সুন্দর

ক্ষুদীরাম দাস :

তুমি সুন্দর আমার নয়নে            কালোর মাঝে আলো
সত্যি তুমি সুন্দর                       আমি বলি ভালো।
সুন্দর তুমি ওগো                      হোক না নি নয় রাত্রি
সুন্দর তুমি সখী গো                  হবে কি আমার সহযাত্রী।
তুমি সুন্দর গৌধূলির মতো        গৌধূলির বেলা
তুমিও তেমনি ওগো                  নদীর জলে যেমন আলো ছায়ার খেলা।।
তুমি সুন্দর বর্ষার আকাশে         বর্ষার আকাশে রঙধনু
সুন্দর তুমি রাখালীয়া বাঁশির সুর রাখালের মতো উদাসী বেনু।
তুমি সুন্দর ঝর্ণা যেমন             ঝর্ণার মতো বয়ে চলা
তুমি সুন্দর আমার হৃদয়ে         প্রবল উচ্ছ্বাসে মিষ্টি কথা বলা।
তুমি সুন্দর হায়                       ডাকাতিয়া বাঁশির উদাসী সুর
তোমায় মনে পড়ে আমার        সকাল বিকেল দুপুর।
তুমি সুন্দর আমি চেয়ে রই        ঘাস জড়ানো শিশিরে
তুমি সুন্দর ছন্দে ছন্দে             বাউলের সুরে সুরে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১২:০১ পিএম

০১ নভেম্বর ২০২০ খ্রি. ১৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১৫ রবিউস সানি ১৪৪২ হিজরি, মঙ্গলবার