বিজয়ের মাসে বাংলা গানে পাকিস্তানি সঙ্গীতশিল্পী সালমান আশরাফ

এসএমএসবি প্রোডাকশন এবং ডাঃ রোকসানা আক্তার প্রেজেন্টস এবং বাংলাদেশের তরুন গীতিকবি রবিউল আউয়ালের কথায় একের পর এক বাংলা গান উপহার দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আবারো বাংলা গানে কন্ঠ দিয়েছেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী সালমান আশরাফ। বিজয়ের মাসে গানটি প্রকাশিত হবে এমনটাই জানিয়েছেন গানের গীতিকবি রবিউল আউয়াল।

গানটি সাম্প্রতিক রেকর্ডিং এর কাজ সম্পন্ন হয়েছে লাহোর পাকিস্তানে সালমান আশরাফের নিজস্ব স্টুডিওতে। গানটির কথা লিখেছেন তরুন গীতিকবি রবিউল আউয়াল এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন সালমান আশরাফ নিজেই। তবে গানের শিরোনাম এখনো চূড়ান্ত করা হয়নি।

তরুন গীতিকবি রবিউল আউয়ালের কথায় ‘আকাশের রংধনু’, ‘পান্ডুলিপি’, ‘আমি যে তোমার’, ‘ তোমারই নাম লেখা’, শিরোনামের গানেও কন্ঠ দিয়েছেন সালমান আশরাফ। প্রক্রিয়াধীনও রয়েছে বেশ কিছু কাজ।

গীতিকবি রবিউল আউয়াল বলেন, বিজয়ের মাসে বাংলাজন সঙ্গীতপ্রিয় শ্রোতাদের জন্য আমাদের টিম থেকে উপহার হিসেবে গানটি এসএমএসবি প্রোডাকশন এবং ডাঃ রোকসানা আক্তার প্রেজেন্টস এর ইউটিবে প্রকাশিত হবে। আশা করি শ্রোতাদের গানটি ভালো লাগবে।