হাজীগঞ্জ সীমান্তবর্তী শিবপুরে দুর্ধর্ষ চুরি

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জ সীমান্তবর্তী ডাটরা শিবপুরে রাতের আধাঁরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করায় সংবদ্ধ চোরেরর দলের হুমকির অভিযোগ পাওয়া য়ায়।

ঘটনাটি উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের ডাটরা শিবপুর এলাকার আটিয়া বাড়ীর হাজী মুকবুল আহমেদ এর বাস ভবনে ঘটেছে।

ঘটনার বর্ননা দিয়ে হাজী মুকবুল বলেন, গত ১৩ ডিসেম্বর রবিবার বাড়ীর বিলিং এর চাদের উপর দিয়ে চোর ডুকে টেলিভিশন, দামি দেওয়াল ঘড়ি, স্বর্নলংকার, কাপড়চোপড় ও কিছু নগদ টাকা নিয়ে যায়। এর দুইদিন আগে আমার স্ত্রী রোকেয়া বেগমসহ চিকিৎসার জন্য ঢাকায় যাই। আমাদের পাশের ঘরের ছেলে হাবিব সকাল বেলা চুরির খবর জানায়।

এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করলে এলাকার বাচ্ছু মিয়ার ছেলে রবিন হুমকি দেয় মামলা বুঝেশুনে করার জন্য।

মুকবুল আহমেদ এর ছেলে ফারিষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স সিনিয়র অফিসার জিএম ইমাম হোসেন বলেন, এর আগেও কয়েক বার চুরি হয়েছে। আমরা চোরদের সনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চাই।

ঘটনাস্থল পরিদর্শন কালে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজী মো. হোসেন বলেন, আমাদের গ্রাম সীমান্তবর্তী স্থান পূর্বে শাহরাস্তি, দক্ষিন রামগঞ্জ সীমানায় অবস্থিত। যে কারনে প্রশাসনের নজর না থাকায় চুরি, ডাকাতি বেড়েই চলছে।
হাজীগঞ্জ থানার এস আই জয়নাল আবেদীন বলেন, এ সংক্রান্ত চুরির অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের চেষ্টায় নিয়োজিত আছি।