স্বরূপকাঠিতে দুর্ধর্ষ চুরি, দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
উপজেলা সদরের প্রধান বানিজ্যিক কেন্দ্র জগন্নাথকাঠি বাজারে শনিবার গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

স্বরূপকাঠি ব্যাগ হাউস নামের একটি দোকানের তালা ভেঙে চোরেরা প্রসাধনী সামগ্রীসহ মুল্যবান মালামাল ও নগদ কিছু টাকা নিয়ে গেছে। দোকানের মালিক পবিত্র কুমার বলেন,তার নগদ কিছু টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে।

বাজারে বার বার চুরির ঘটনায় বাজার কমিটির ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন। পরে ব্যবসায়ীরা ইউএনওর কাছে গিয়ে বাজার কমিটি ভেঙে দেয়ার দাবী জানান।

এ সময় ইউএনও মো.মোশারেফ হোসেন আগামী মঙ্গলবার বিকেলে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণের আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের দোকান খোলার পরামর্শ দেন।

এ বিষয় বাজার কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার বলেন, চুরির ঘটনায় ব্যবসায়ীরা কিছু সময় দোকান বন্ধ রেখেছিল। পরে সব ঠিক হয়ে গেছে। নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন,তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

 

বিজ্ঞাপণ ….