কুমিল্লার চান্দিনায় আ’লীগের শওকত ভূঁইয়া মেয়র নির্বাচিত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৬ জানুয়ারি ২০২১

এই প্রথম ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত ভোটে কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শওকত হোসেন ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৬হাজার ২৯৬ ভোট বেশি পেয়ে চান্দিনা পৌর মেয়র হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত হন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী জগ প্রতীক প্রার্থী মোঃ শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ১৫৫ ভোট।

এছাড়া বিএনপির ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী মোঃ আলমগীর খান পেয়েছেন ২ হাজার ৬৯৫, এলডিপির জামশেদ আহমেদ পেয়েছেন ১৮৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম পেয়েছেন ৯৪৪ ভোট।

শনিবার রাতে কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল ৮টায় চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ইভিএম ডিভাইসে ভোট গ্রহণ শুরু হয়। অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। চান্দিনা পৌরসভার ৩১ হাজার ৮৪৮ ভোটের মধ্যে ৫১.৭৯ শতাংশ হারে ১৬ হাজার ৪৩৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।