কুমিল্লায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

 

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা; ১৯ জানুয়ারি ২০২১

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অসহায়, গরীব দুঃস্থ্য ও ছিন্নমূল জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনবাহিনী।

মঙ্গলবার দিনব্যাপি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেনা মেডিকেল ক্যাম্পে ১ হাজার ৩০০ জনকে এই সেবা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সানানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ৩৮ সদস্য । এই মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে দেন অধিনায়ক লেফ্টেনান্ট কর্নেল শাহ্পার আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের উপ-অধিনায়ক মেজর এইচ এম সাকিব রহমান খান, ক্যাপ্টেন জেসমিন জামান, ক্যাপ্টেন জান্নাতুন নাঈম, ক্যাপ্টেন ফাইজা সোলাইমান, ক্যাপ্টেন মিনা আসিফ কবির, লেফ্টেনান্ট আব্দুস সোবহান ও অন্যান্য সদস্যরা।

চিকিৎসা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও লায়ন্স ক্লাব অব কুমিল্লা গ্রেটার বি-থ্রি এর উদ্যোগে সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডা. কাইয়ূম, ডা. আনিছুর রহমান ও ডা. মেহেদী হাসান।