মতলবে লাইসেন্স না থাকায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

 

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি :

চাঁদপুরের মতলব দক্ষিণে মুন্সিরহাট বাজারের লাইসেন্স না থাকায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাল আদালত।

২৪ জানুয়ারি রোববার বিকেলে জেলা প্রশাসন ও জেলা মার্কেটিং অফিস কর্তৃক মুন্সিরহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন বলেন, ড্রিলিং লাইসেন্স ও মার্কেটিং লাইসেন্স না থাকায় মুন্সিরহাট বাজারেরর ৮ প্রতিষ্ঠান ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ছাড়া বাজারের অন্যান্য দোকানের ব্যবসায়ীদের ড্রিলিং লাইসেন্স ও মার্কেটিং লাইসেন্স রাখার বিষয়ে সতর্ক প্রদান করা হয়।

জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম বলেন, ব্যবসায়ীরা যাতে কোন অজুহাতে সংকট তৈরি করে দ্রব্যের দাম যাতে বৃদ্ধি না করতে পারে, সেজন্য বাজার মনিটরিং নেমেছি। আমরা পুরো জেলা অভিযান পরিচালনা করে আসছি। কোন অনিয়ম হলে ছাড় নেই। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।