শ্রীবরদীতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন

শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ স্কাউট শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব নিলুফা আক্তাররের সভাপতিত্বে ১৮ মার্চ বৃহস্পতিবার শ্রীবরদী এম,এন, বি,পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ৫ দিন ব্যাপি ২৮ তম স্কাউট ও ৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ২০২১ উদ্বোধন হয়।

২৮ তম স্কাউট ও ৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্বোধন করেন জনাব নিলুফা আক্তার উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি শ্রীবরদী উপজেলা স্কাউট শাখা।

উক্ত বেসিক কোর্স উদ্বোধন এর পরিচালনা করেন মোঃ রেজাউল করিম প্রধান শিক্ষক বানিবাইদ এ, এ, এম, পি উচ্চ বিদ্যালয় সহ সভাপতি শ্রীবরদী উপজেলা স্কাউট শাখা।

স্বাগত বক্তব্য প্রদান করেন আলহাজ্ব মোঃ রহুল আমিন তালুকদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রীবরদী। এসময় উপস্থিত ছিলেন জিয়াউল হক উপজেলা শিক্ষা অফিসার, মোঃ মোশারফ হোসেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার শ্রীবরদী ।
আরও উপস্থিত ছিলেন স্কাউটার এ, এল, টি হাসান মাসুদ, স্কাউটার এ, এল, টি আবুল হোসেন, স্কাউটার এ, এল, টি নুরুল আমিন, সৈয়দা শাহনাজ সি এ, এল, টি সম্পূর্ণ, স্কাউটার আনোয়ার হোসেন, কিরণ বর্মন সহ ২০ জন স্কাউট প্রশিক্ষক। প্রশিক্ষকদের সহযোগিতায় ছিলেন রোভার নাদিম হাসান, আনিস, জিহাদ, সারজিনা ।

২৮ তম স্কাউট ও ৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে শ্রীবরদী উপজেলার ৫০ জন প্রাথমিক / মাধ্যমিক বিদ্যালের শিক্ষক শিক্ষিকাগণ অংশ গ্রহণ করেন।

উক্ত স্কাউট ইউনিট বেসিক কোর্স এর সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন মোঃ নুর হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ স্কাউট শ্রীবরদী উপজেলা শাখা ও প্রধান শিক্ষক ইন্দ্রিলপুর আঃ মজিদ উচ্চ বিদ্যালয়।

প্রিয় সময়/এমএমআর/এমএ করিম