মনপুরা লোকালয় থেকে মায়াবী হরিণ উদ্ধার

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরায় লোকালয় থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছেন পঁচা কোড়ালিয়া বিট অফিস। মিঠা পানির সন্ধানে এসেছিল বলে জানিয়েছে বনবিভাগ।

শুক্রবার (১৬এপ্রিল) সকাল ১০টা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজার মসজিদে পুকুরে পাড়ে হরিণটেকে স্থানীয়রা দেখতে পায়। পরে বন বিভাগের খবর পৌছালে বন প্রহরী আব্বাস,নাজমুল, শাহাদাত ঘটনাস্থলে ছুটে আসেন।পরে স্থানীয়দের কে সাথে নিয়ে পাড় থেকে হরিণটি কে আটক করে।

লোকালয় থেকে হরিণটিকে উদ্ধার করে চরপাতিলা পঁচা কোড়ালিয়া এলাকায় সংরক্ষিত বনে ছেড়ে দিয়েছে বলে জানান তারা।
বিট কর্মকর্তা মোবারক আলী বলেন,শুষ্ক মৌসুমে চরাঞ্চলের পানি লবণাক্ত হয়ে যাওয়া মিঠা পানির সন্ধানে প্রতিনিয়ত লোকালয়ে চলে আসছে মায়া হরিণ।এই মৌসুমে মিঠা পানির সন্ধানে লোকালয়ে আসেন মায়াবী হরিণ।হরিণ ধরা পড়ার খবর এলে দ্রুত ঘটনাস্থল গিয়ে তা উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হচ্ছে।