দখিনা হাওয়া বীচ

অশোক কুমার রায় :
দখিনা হাওয়া শুধু শুনেছ,
অবশ্য গায়ে মাখতেও পার,
তোমার আঙিনার দখিনের খোলা মাঠ
ঐ মাঠ হতে ঝিরঝির করে বাতাস বয়
হয়তো কোন কোন সময়,
ঝড় বাতাসও এসে লাগতে পারে গায়,
তুমি ঐ দখিনা হাওয়ায় ভাসো
গায়ে মাখো নির্মল বাতাস
আর পরম প্রশান্ত চিত্তে
মনের কোণায় সুখ খোঁজ
ভালো, বেশ ভালো।
এবার আমারটাও শোন-
আমি এখন গায়ে মাখি
দক্ষিণ সাগর হতে ভেসে আসা মিষ্টি বাতাস
উত্তরে আমার মাথায় মেঘনার জল,
পূর্বে ও পশ্চিমের মেঘনায় থাকে আমার দু’হাত
আমার আঙিনার চারপাশে ফাঁকা মাঠ নয়, শুধু জলরাশিÑ
দখিনা হাওয়া বীচে বসে
গায়ে মাখি সাগরের সফেদ বাতাস
রিমঝিম বাতাস প্রেমকে উসকে দেয়
জীবনকে বড় রঙিন করে,
ভাবনায় আনে প্রশান্তি
বড় ভালো লাগে ভাবতেÑ
জীবনের সবকিছুতে সুখ অনুভব করি,
জীবনের চাওয়া পাওয়ার খোঁজ  ভুলে
আমি এই হাওয়া-বীচে শুয়ে
বালিমাটিতে আবিস্কার করি পরম সুখ।
দখিনা হাওয়া বীচ
দখিনা হাওয়া শুধু শুনেছ,
অবশ্য গায়ে মাখতেও পার,
তোমার আঙিনার দখিনের খোলা মাঠ
ঐ মাঠ হতে ঝিরঝির করে বাতাস বয়
হয়তো কোন কোন সময়,
ঝড় বাতাসও এসে লাগতে পারে গায়,
তুমি ঐ দখিনা হাওয়ায় ভাসো
গায়ে মাখো নির্মল বাতাস
আর পরম প্রশান্ত চিত্তে
মনের কোণায় সুখ খোঁজ
ভালো, বেশ ভালো।
এবার আমারটাও শোন-
আমি এখন গায়ে মাখি
দক্ষিণ সাগর হতে ভেসে আসা মিষ্টি বাতাস
উত্তরে আমার মাথায় মেঘনার জল,
পূর্বে ও পশ্চিমের মেঘনায় থাকে আমার দু’হাত
আমার আঙিনার চারপাশে ফাঁকা মাঠ নয়, শুধু জলরাশিÑ
দখিনা হাওয়া বীচে বসে
গায়ে মাখি সাগরের সফেদ বাতাস
রিমঝিম বাতাস প্রেমকে উসকে দেয়
জীবনকে বড় রঙিন করে,
ভাবনায় আনে প্রশান্তি
বড় ভালো লাগে ভাবতে
জীবনের সবকিছুতে সুখ অনুভব করি,
জীবনের চাওয়া পাওয়ার খোঁজ  ভুলে
আমি এই হাওয়া-বীচে শুয়ে
বালিমাটিতে আবিস্কার করি পরম সুখ।