একজন সাংবাদিক যখন কৃষি কাজের উদ্যোক্তা

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

নিজস্ব জমিতে ভুট্টা মরিচ চাষ করে সফল হয়েছেন সাংবাদিক এস.এম জাকির হোসাইন। অবসর সময়ে তিনি সব সময় কৃষিতে সময় পার করতেন।

জানা যায়, তার বাড়ির পাশে অনাবাদি নিজস্ব জমিতে ভুট্টাও মরিচ চাষের উদ্যোগ নেন তিনি,এবং কৃষি অফিসারের পরামর্শ নিয়ে আধুনিক বিজ্ঞান সম্মত পদ্ধতিতে ভুট্টা ও মরিচ রোপণ করেন।

তার মতো একজন সাংবাদিকের কৃষি কাজের প্রতি এমন আগ্রহ দেখে এলাকার অনেক বেকার শিক্ষিত যুবক কৃষি কাজে এগিয়ে আসছে।সাংবাদিক এস এম জাকির মতে,বর্তমানে চাকুরী পাওয়া একজন যুবকের কাছে খুবি চ্যালেঞ্জিং একটা ব্যাপার।

সে জন্য চাকুরির প্রতি না ঘুরে নিজে উদ্যোক্তা হয়ে অর্থ উপার্জন করা অনেক বেশি সম্মানের।শিক্ষিত যুব সমাজ যদি আত্বকর্মসংস্থান তৈরি করে নেয় তাহলে দেশের অর্থনৈতিক উন্নতি আরো বেশি বেগবান হবে বলে আমি মনে করি।