লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর বাঁচাতে নদী বাঁধ প্রকল্প পাশের দাবিতে মানববন্ধন

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর বাঁচাতে নদী বাঁধ প্রকল্প পাশের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

(৩১ মে)সোমবার সকাল ১০টায় রামগতি ও কমলনগর বাঁচাও মঞ্চের ব্যানারে স্থানীয় মাতাব্বর হাট এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মঞ্চের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার ফলোয়ান, কমলনগর প্রেসক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দাবী করেন, মেঘনার ভয়াবহ ভাঙনে প্রতিনিয়ত গৃহহীন হয়ে পড়ছে শত শত মানুষ।

বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, সরকারি-বেসরকারি বহু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে নি:স্ব হয়ে পড়েছে এ দু’উপজেলার লাখো মানুষ। এখনো মেঘনার ভাঙন অব্যাহত রয়েছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে জোয়ারের পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। এসময় নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করেন।

ইয়াসেও ব্যাপক প্রভাব পড়েছে এ উপকূলে। এ দুই উপজেলার মেঘনার তীর এলাকার ৩১ কিলোমিটারে কোনো বাঁধ না থাকায় এমন পরিস্থিতিতে পড়তে হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা টেকসই বাঁধ নির্মাণের দাবী জানান।

এদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের মেঘনার ভাঙন রোধে ৩ হাজার ৯০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

একনেক সভায় অনুমোদন পেলেই টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানান লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ।