দোহারে মৎস্য খাদ্য বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় মৎস্য দপ্তরের আয়োজনে সরকারের জলাধার সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ, খামারিদের মৎস্যচাষ উপকরণ বিতরণ করা হয়েছে।

২৪ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলাধীন ঋষি বাড়ি খালে ১.৭১ হেক্টর পুকুরে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের মাছের পোনা অবমুক্তকরণ ও খামারিদের মাঝে মৎস্য উপকরণ তুলে দেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ (নাঈম)।

এ সময় উপস্থিত ছিলেন জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প (উপপ্রকল্প পরিচালক), জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প অফিসার মোসাঃ লুৎফুন্নাহার, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানি সহ আরো অনেকে।