অপেক্ষা : অশোক কুমার রায়

থোকায় থোকায় লাল কৃষ্ণচুড়ায়
মুড়ে রয়েছে গাছটা
ঠিক আগের মতই কাঁঠালচাপা গাছটার পাশে
রাস্তার দু’ধারে গাছ গুলোও
রক্তিমতায় ভরপুর হয়ে
অভিবাদন জানানোর জন্য অধীর আগ্রহে
তোমার অপেক্ষায়–

কি আশ্চর্য তুমি নেই
আসবে বলে আসছো না
অপেক্ষার প্রহর গুনে
ক্লান্ত পরিশ্রান্ত হয়ে
ম্রিয়মান হওয়ার জো ধরেছে কৃষ্ণচুড়া
আবেগে আবেশে ভালবাসার
রংয়ে ধরেছে মরিচা।

তোমার অনুপস্থিতি
আমায় ক্লান্ত বিধ্বস্ত করে তুলেছে
আমি অপেক্ষায় ন্যুজ হয়ে পড়েছি
কিন্তু আমার ভালবাসায় রয়েছে
সেই সবুজাভ আগের মতই

তোমার অপেক্ষায় থাকব আমি
কৃষ্ণচুড়ার মতো লাল রক্তাভাব রঙ্গিন ভালবাসা নিয়ে
প্রিয়, তুমি এসো তোমার সময় হলেই।