কেন ভালোবাসি?

রেজাউল করিম রোমেল
———————–
কেন ভালোবাসি?
যে ভালোবাসা রক্তাক্ত করে দেয়
সমস্ত শরীর, হৃদস্পন্দন।
ডুকরে ডুকরে কেঁদে ওঠে প্রাণ,
মন, আত্মা, সবকিছু ।

চোখের জলে জন্ম নেয়
নদী, সাগর, মহাসাগর ।
হৃদয় হয়ে যায় মহাশ্মশান।

তারপর-ও কেন ভালোবাসি?
হতাশার অব্যক্ত চিৎকারে
মহাপ্রলয় নেমে আসে।
তবু কেন ভালোবাসি? কেন… ?

—————————–
রেজাউল করিম রোমেল
চাঁচড়া, রায়পাড়া, ইসমাইল কলোনি,
যশোর, বাংলাদেশ।