বৃষ্টি তোমাকে দিলাম

ক্ষুদীরাম দাস :

হাওয়ায় হাওয়ায় ভেসে চলা
বৃষ্টি তোমাকে দিলাম,
হঠাৎ অদৃশ্য তুমি,
কী যে আমি পেলাম!

হঠাৎ আঁধার ঘনিয়ে আসা
অথবা হঠাৎ আলোর ঝলকানি,
তুমি আমায় দেখ, আর আমি তোমাকে
ওরা করে কানাকানি।

এই যে তুমি এখানে দাঁড়িয়ে
তুমি তো আমার হৃদমাঝারে;
হঠাৎ তুমি নাই হয়ে গেলে
এই ফুল দেবো কাহারে?

রিমঝিম বৃষ্টি ঝড়ছে, অথবা রোদ হাসে
এ দু’চোখ জলে ভিজে আমি কী পেলাম?
কষ্টকে বুকে চেপে, দাঁড়িয়ে একা আমি
তবুও বৃষ্টি তোমাকে দিলাম।