রহিমানগরে পৌষ মেলায় সূচনা সাংস্কৃতিক সংগঠনের জমকালো নৃত্য অনুষ্ঠান

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের আয়োজনে ১০ দিনব্যাপি পৌষ মেলায় ৩১ জানুয়ারি মঙ্গলবার জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে চাঁদপুরের সূচনা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

মঙ্গলবার রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্ত শিল্পীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সূচনা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোক্তা, সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী ও পরিচালক শাকিল আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় মঞ্চে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের আনন্দিত করে। ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক ও ডান্স পরিচালক আকবর হোসেন মিন্টুর সাবলিল উপস্থাপন দর্শকদের আরো মোহিত করে।

সূচনা সাংস্কৃতিক সংগঠনের নৃত্য শিল্পীরা কমলায় নৃত্য করে গানের সাথে নৃত্য পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়।

নৃত্য পরিবেশন করে মিজান আহমেদ, আইরিন আক্তার, সোহাগী, অহনা, হৃদয়, সবুজ, রুবেল।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আলী মডেল টাউনের পরিচালক ও সাবেক জেলা পরিষদের সদস্য মো. সালাউদ্দিন ভূঁইয়ার, ঝিলমিল সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরহাদ চৌধুরী।