শিবচরে সাংবাদিকের বাড়িতে হামলা, নারীসহ আহত দুই

মাজহারুল ইসলাম (রুবেল), স্টাফ রিপোর্টার :

মাদারীপুর জেলার শিবচরে দৈনিক মানবজমিন পত্রিকার শিবচর প্রতিনিধি হায়দার আলীর বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। পুরানো বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় লাক্কু মাদবরের নেতৃত্বে ১০/১২ জনের এক দল আকস্মিক হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করে। এসময় সাংবাদিকের মা মনোয়ারা বেগম এবং ছোট ভাই হানিফ বেপারীকে বেধরক মারপিট করে। পরে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামে সাংবাদিক হায়দার আলীর বাড়িতে হামলা চালায় হাতেম মাদবরের ছেলে লাক্কু মাদবর সহ ১০/১২ জন দূর্বৃত্ত। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের ভেতর ঢুকে মহিলাসহ দুইজনকে পিটিয়ে আহত করে। তাদের চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

আহত মনোয়ারা বেগম জানান,’তারা আমাদের প্রতিবেশি। দীর্ঘদিন ধরেই লাক্কু মাদবররা আধিপত্য বিস্তার করতে আমাদের সাথে বিরোধ করে আসছে। তারা নানা সময় খবরদারি করে। আজকে অতর্কিতভাবে বাড়িতে এসে হামলা করে। মারধর করে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন,এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিয়সময়/মাজহারুল