কুয়াকাটার মহিপুরে গুডনেইবারস বাংলাদেশের আয়েজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :
কুয়াকাটার মহিপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৩” উদযাপন উপলক্ষ্যে গুডনেইবারস বাংলাদেশ, কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট “সবার জন্য স্বাস্থ্য” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে শুক্রবার (৭ এপ্রিল ) বেলা ১১ টায় মোয়াজ্জেমপুর সালেহিয়া সিনিয়র আলীম মাদ্রাসা প্রাঙ্গনে স্কুল শিক্ষার্থী, অবিভাবক, শিক্ষক ও বিভিন্ন সরকারী কর্মকর্তাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেন।

সভায় সকল শ্রেণীর ১৬০ জন অংশগ্রহন করেন এবং ১০ জন শিক্ষার্থী মেডিসিন ও ভিটামিন নামক দুইটি গ্রুপে কুইজ এ অংশগ্রহণ করেন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, ডা. জনাব. মুনতাজ সায়েম পুনম (মেডিকেল অফিসার, কুয়াকাটা ২০শয্যা বিশিষ্ট্য হাসপাতাল) এবং স্কুলের শিক্ষকগণ।

কুইজ পরিচালনা করেন সংস্থাটির হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে. এম. আবুল ফাত্তাহ্, (ম্যানেজার, কলাপাড়া সিডিপি) গুড নেইবারস্ বাংলাদেশ।

অনুষ্ঠানটিতে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও হাইজিন সামগ্রী পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানটিতে স্বাস্থ্য দিবস নিয়ে মেডিকেল অফিসার ও অতিথিবৃন্দ বিশদ আলোচনা করেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পঙ্কজ কুমার বিশ্বাস অফিসার (হেলথ)।