স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালতের অভিযান ৮ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ মিষ্টির দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব উল্লাহ মজুমদার অভিযান পরিচালনা করেন।

নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় নির্র্বাহী ম্যাজিষ্ট্রেট ঐদিন উপজেলার ইন্দ্রেরহাট ও মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়া, পন্যে উৎপাদন ও মেয়াদোর্ত্তীনের তারিখ না থাকাসহ নানা অনিয়মের দায়ে জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা,নিত্যানন্দ সাহা মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা , সাতক্ষিরা মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা ও গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায়, সেনিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদার বলেন, জনস্বার্থে এ অভিযান