প্রত্যাক্ষিত ভালোবাসা

অশোক কুমার রায় :

আজো মাঝে মাঝে বুকের মধ্যে
চিন চিন করে ব্যথা অনুভূত হয়
বুঝতে পারিনা কার জন্য
রুপসী, উবর্সী, গোধূলী না তোমার জন্য—

ব্যথা অনুভূত হওয়ার পর চোখ বুজি
স্বচোখে দেখতে পাই, না বলা ভালোবাসা
কিভাবে উবে গিয়েছিল রুপসীকে দেখে
উবর্সীর পানে চাইতেই দেখি
অরুন নামক সহপাঠির হাত ধরেছে সে।

ভেবেছিলাম এই মর্মবেদনা টুকু
শুধু গোধূলীকেই বলব
কিন্তু তা হলো কৈ
আকাশের বুকে মাথা রেখে
সূর্যাদয় হতে সূর্যাস্ত পযর্ন্ত তাদের চলা।

এদের সবাইকে তো আর
প্রেম নিবেদন করতে পারিনি
যেকারণে এদের জন্য
আমার লোহ বুকের মধ্যে
চিন চিন ব্যথা অনুভূত হওয়ার
কিছু দেখি না।

দেখি তোমার প্রত্যাখিত মুখ
বাঁকা হাসি, চলে যাওয়ার পথ
একদিন যে পথ ধরে এসেছিল ভালোবাসা নিয়ে
ঠিক সেই পথ ধরে তুমি চলে গেলে
অন্যের হাত ধরে—–

আমার মর্মবেদনা ভরা ব্যথাতুর বুকে
ব্যথার উপশম করেছিলে বটে
অবশেষে তীব্র আঘাত দিয়ে চলে গেলে
সেই আঘাতেই আমার বুকে
আজো চিনচিন করে ব্যথা হয়।

সব ব্যথা সহা যায়
না বলা ভালোবাসার কবর হয়
কিন্তুু ভালোবাসা প্রাপ্তির পর
তা হারানোর ব্যথা
চিতার আগুনের মতো ধীক ধীক করে জ¦লে
প্রত্যাখানের ব্যথা এভাবেই বুকে চিনচিন করে।