অন্ধকারে নিজেকে আড়াল করে

জিএম মুছা

রাত্রি গভীর জন মানব শূন্য শহরের প্রাণকেন্দ্র, রিকশা গুলি ক্রিং ক্রিং কর্কশ স্বরে বেল বাজিয়ে ছুটে চলেছে আপন আপন ঠিকানায়-যে যার গন্তব্যে, দূরে অন্ধকারে নিজেকে আড়াল করে,স্বস্তা মেকাপে ছিনাল করে রাতের রূপালী নারী দেহ বিকায় ,

ইশারা ইঙ্গিতে অঙ্গ ভঙ্গিতে দৃষ্টি কাড়ে কাছে ডাকে, শহরের বড়লোক বাবার বকে যাওয়া হতাশা গ্রস্থ কিছু কিছু শিক্ষিত নষ্ট যুবক হয় খরিদ্দার,

নষ্ট সময়ের ঘেরা টোপে মোহগ্রস্ত হয়ে, এক সময় অর্থের বিনিময়ে ক্ষনিকের জন্য নষ্ট ছিনাল নারীর ফাঁদে পড়ে, বিকলাঙ্গ ফসলের বীজ বপন করে,মৌসুম শেষে ফসল ফলে, কোথায় তার ঠাই হয়, মহাজন -জোৎদারের ঘরে নাকি, অবাঞ্চিত সেই ফসলের স্থান হয় ডাস্টবিনে??