সর্বগ্রাসী আগ্রাসনের

জিএম মুছা

হিংস্র হায়েনার ধারালো নখরে
দেখি, অনবরত সর্বগ্রাসী ধ্বংসের থাবা বিস্তৃত হয় চারিদিকে, বাতাসে কান পাতলে শুনতে পাই আগ্রাসন, দেশ ধ্বংসের অশনি সংকেত ! লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে কুমিরের ভেজা চোখে অব্যাহত শিকারী তার তীক্ষ্ণ দৃষ্টিতে -ঘন -ঘন হাতছানি দিয়ে যায়,

অসংখ্য ক্ষুধার্ত হাঙ্গর, হায়ানা, নেকড়ে, ড্রাকুলা, অক্টোপাস ভয়ংকর গতিতে তেড়ে আসছে, রক্ত চোষার মতো সর্বক্ষণ,

ভূগোলের লুকানো অতি মূল্যবান সব সম্পদ রক্ষার্থে অ-দূরে বিষাক্ত কাল সাপ তার ফনা তুলে পাহারা দিয়ে যায় অহর্নিশ,যার বিষাক্ত নিঃশ্বাসে ক্রমশই পৃথিবীর দূষিত হচ্ছে প্রতিনিয়ত, দূর নীলিমায় দৃষ্টি ফেরালে দেখতে পাই, ইন্টারনেট দুনিয়া জুড়ে ঝড় তুলে যায়,পশ্চিমা দিগন্তে অনবরত,

ভূ-উপগ্রহ তার নিজস্ব গতিতে আমেরিকা, চীন, জাপান, ভারত ছবি তুলেছে কিসের জন্য কি কারনে ক্রমাগত,এটা কি কোন দেশ জাতির ও তার ভূখণ্ড, ধ্বংসের সর্বগ্রাসী আগ্রাসনের??