কৃষ্ণকথন : যুবক অনার্য

না হয় তুমি অন্য কারো কোমল খাতায় কাব্য লিখো
নগ্ন মেঘের সুতোয় বোনা মনভুলানো রূপ কথাটা

ভাঙাচোরা প্রজাপতি আমার মতো এমন কেনো একলা একা।শালপবনের সেই পাখিটা তোমার কথা ভুল বিহানে প্রেমের মতো বিছিয়ে দেবে ধল প্রহরে- রৌদ্র ভুলে; আর অভিমান কষ্টঅতল অথই করে গহীন ঘোরে

সেই নদীটা ডুবতে থাকে ভাসতে থাকে বানের জলে
জানবে না তা কোনোদিনও।এমন দিনে যায় না বলা বলতে চাওয়া শুধুই মিছে কলকাকলি।এসব বলে লাভ কি বলো- কেউ না জানুক মন তো জানে- না হয় তুমি জৈব খাতায় লাজ কলমেই নীল লিখেছো লাল করেছো

ভ্রষ্ট হবার নষ্ট শোকে রাধার গাঙে কানাই সেজে
ডুব দিয়েছো -কেউ না জানুক প্রেম তো জানে-
এক রাধাতে মন ভরে না কৃষ্ণ হলে;
এক মনেতে কতো রাধা কৃষ্ণ জানে।

প্রকাশিত : বুধবার, ১৭  এপ্রিল ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন