রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ, আহত ৭

নিউজ ডেস্ক :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পার্কের মোড় এলাকার বখাটে ছেলেদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি ও সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রংপুর-ঢাকা কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত পৌনে ১১টায় বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় মঙ্গবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী তার সহপাঠিসহ দোকানে বসে চা পান করা করার সময় ওই এলাকার এক বখাটে এসে এক নারী শিক্ষার্থীকে অশ্লীল অঙ্গভঙ্গি করলে শিক্ষার্থী প্রতিবাদ করে। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি, হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর পার্কের মোড় এলাকার বখাটে যুবক তার কয়েকজন সঙ্গীকে নিয়ে ঘটনাস্থলে এসে শিক্ষার্থী আব্দুল্লা আল মামুনকে মারধর করে আহত করে।

এদিকে শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে মারধর করে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ও আশেপাশের মেসগুলো থেকে শিক্ষার্থীরা পার্কের মোড়ে জড়ো হলে বহিরাগতদের সঙ্গে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে ৭ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। এরা হলেন আব্দুল্লা আল মামুন, দীপ্ত তালুকদার ও খাদেমুল হক।

শিক্ষার্থী আহত হবার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে করে রংপুর-ঢাকা, রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে প্রক্টর ফেরদৌস রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পুলিশও চলে আসে ঘটনাস্থলে। কিন্তু শিক্ষার্থীরা দাবি করে, হামলাকারী বহিরাগত বখাটেকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখে।

রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি শিক্ষার্থীদের জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার পদক্ষেপ নেওয়া হবে। কিছুক্ষণ অবস্থান করে উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে চলে যান।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধ চলবে বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় হামলাকারী এক যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ব্যাপারে তাজহাট থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে এসেছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময় যান চলাচল শুরু হয়েছে।

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like