নবীগঞ্জে গ্রামবাসীর সহযোগিতায় এগিয়ে আসলেন ব্রুনাই প্রবাসী আব্দুছ ছামাদ

দিপু আহমেদ, নবীগঞ্জ করেসপন্ডেন্ট :

প্রাণঘাতি করোনাভাইরাসে কাবু বিশ্ব। বাংলোদেশেও বৃদ্ধি পাচ্ছে এর বিস্তার। ইতোমধ্যে সংক্রমণ ঠেকাতে সারাদেশ লকডাউনের পথে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বেকার হয়ে পড়েছে কর্মজীবী মানুষ।

gif maker

বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আর্থিক টানাপোড়ান ছাড়াও পরিবহণ বন্ধ থাকায় বেশি ভুগান্তির শিকার হতে হচ্ছে মানুষকে।

এই মহা দুর্যোগের সময় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাখৈর ইউনিয়নের ছোট ভাখৈর গ্রামের হাজী এস এন্ড এফ ফাউন্ডেশনের পরিচালক ও আশার আলো যুব সংঘের যুগ্ম আহবায়ক ব্রুনাই প্রবাসি শেখ আব্দুছ ছামাদ।

তিনি ঘোষণা দিয়েছেন আগামী ১০ এপ্রিল থেকে তার নিজ গ্রামে প্রতিটি মানুষের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দিতে তিনি বিনামূল্যে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করবেন৷

তিনি বলেন, পরিবহন বন্ধ থাকার কারণে অসুস্থ্য হলে মানুষ হাসপাতালে যেতে পারেন না। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে আমি এই অ্যাম্বুলেন্সটি দিয়েছি। এর মাধ্যমে গ্রামবাসী বিনা খরচে ২৪ ঘন্টা সেবা পাবেন। মানুষের সহযোগিতায় আগামীতে আরও বিশেষ পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।