`আমিও মানুষ’-এর কার্যক্রমে এমপি মিলাদ গাজীর প্রশংসা

দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলার অন্যতম সামাজিক সংগঠন”আমিও মানুষ”মানব সেবা সংঘ ২০১২ সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় দেশের এই করুন পরিস্থিতিতে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জনসমাগম এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছে।

আর্ত-মানবতার সেবায় কাজ করা “আমিও মানুষ” মানব সেবা সংঘের জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী। ১০ নং দেবপাড়া ইউনিয়নের বালিধারা বাজারে এই কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য।

এম পি মিলাদ গাজী জানান, “আমিও মানুষ” দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম করে যাচ্ছে আমার নির্বাচনী এলাকায়, বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে তাদের উদ্যোগগুলো প্রশংসার দাবিদার।

পরে আমিও মানুষ মানব সেবা সংঘের সদস্যরা নতুন বাজার, বালিধারা বাজার ও সদরঘাট এলাকার অন্যান্য গ্রামে জীবাণুনাশক স্প্রে ছিটানো ও গণসচেতনতা তৈরি করেন।

এই কার্যক্রমের দিক-নির্দেশনা দেন আমিও মানুষ মানব সেবা সংঘের উপদেষ্টা সদস্য দেওয়ান সাহেল গাজী ও মুজিবুর রহমান।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন আমিও মানুষ মানব সেবা সংঘের সভাপতি তারেক আহমদ, সহ-সাধারণ সম্পাদক সৈকত আহমদ, মিতুল আহমদ, হুমায়ুন আহমদ, আবু-খালেদ সহ প্রমুখ।