শপিংমল ও কাঁচা বাজার সীমিত আকারে খুলে দেয়ায় বাড়তে পারে কোভিড-১৯ এর ঝুঁকি

মেহেদী হাসান, তিতাস প্রতিনিধি :

দিনের সংখ্যার সাথে তাল মিলিয়ে বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ কতজন মারা গেছে, তা জানানো হয়নি নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে। ঐ তথ্য পরবর্তীতে রিপোর্টের মাধ্যমে জানানো হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

গতকাল পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ১৮৬। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন এবং মোট সুস্থ হলেন ১,৯১০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫,৮৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট ১ লাখ ৫ হাজার ৫১৩ জনের পরীক্ষা করা হয়েছে

প্রথমে রাজধানী ঢাকাতে এর প্রভাব থাকলেও এখন তা ছড়িয়ে পড়েছে প্রায় প্রতিটি জেলা এবং উপজেলাতে। এর মাঝে আবার সিমিত আকারে খোলে দেয়া হয়েছে শপিংমল ও কাচা বাজার গুলো।

একদিকে রয়েছে অসচেতনতা আবার অন্য দিকে রয়েছে আইনকে ফাকি দেয়ার প্রবণতা, সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশে উপেক্ষা করে যাচ্ছে অসচেতন মানুষগুলো, ফলে ঝুঁকিতে রয়েছে জনগন,যার ধেয়ে আসতে পারে বিপদ। তাই এখনি সচেতন না হলে বাড়তে পারে করোনা ভাইরাস এর প্রভাব।