নকলায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মাঝে বিশেষ আর্থিক সহায়তা প্রদান

মো. জাকারিয়া খান জাহিদ, শেরপুর প্রতিনিধি:

নভেল করোনা ভাইরাস এর প্রভাবে সারা দেশ ব্যাপী চলছে লকডাউন। আর এ লকডাউনের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান আপাতত ছুটি চলছে। ফলে মালিকানায় পরিচালিত কিন্ডারগার্টেনগুলো অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এতে করে কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করা অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েন। যেহেতু প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু প্রতিষ্ঠানের কোন প্রকার বেতন ভাতা আদান-প্রদান হচ্ছে না।

এ অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেরপুরের নকলায় করোনায় কর্মহীন ৫০ জন কিন্ডারগার্টেন শিক্ষক প্রতিজনের হাতে নগদ ৫০০ টাকা করে তুলে দেন।

১২ মে ২০২০ খ্রি. (মঙ্গলবার) শেরপুর উপজেলা চত্বরে এই আর্থিক সহায়তা অনুষ্ঠিত হয়।

এসময় শেরপুর  উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা ভাইসচেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।