চান্দিনায় করোনার উপসর্গ নিয়ে প্রবাসীর মৃত্যু : দাফন করল স্বেচ্ছাসেবকলীগ নেতা

 

টি. আর. দিদার :
কুমিল্লার চান্দিনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকারের নেতৃত্বে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

১৩ জুন শনিবার সকাল ৯টায় চান্দিনা উপজেলার হারং গ্রামের নিজ বাড়িতে মৃত্যু ঘটে তার। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. গাজী মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

মৃত জসিম উদ্দিন এর নিকটতম আত্মীয় আবু কাউসার জানান- তিনি ওই গ্রামের মৃত আব্দুর রশিদ এর ছেলে। প্রায় ৫ মাস পূর্বে ওমান থেকে দেশে ফিরেন তিনি। গত কয়েকদিন পূর্বে তার জ্বর, সর্দি ও গলা ব্যথা দেখা দেয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক এসে নমুনা সংগ্রহ করেন।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকার জানান, করোনা ভাইরাসের উপসর্গ বা করোনা ভাইরাসে সংক্রামিত কোন মানুষ মারা গেলে তাদের দাফন কাজে কেউ এগিয়ে আসেনা। তাই আমরা কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে মানবিকতার সাথে দাফন কাজ করে যাচ্ছি।