রূপগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাংবাদিক পূত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাংবাদিক পূত্র রিফাত হাসান হত্যা মামলার প্রধান আসামী রিফাত ভুইয়া জামিনে এসে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকির প্রতিবাদে ও মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রূপকন্ঠের নির্বাহী সম্পাদক ছাত্তার আলী সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, নিহত রিফাতের বাবা ও দৈনিক ভোরের কাগজের রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম, মা রেখা বেগম, চাচা ওয়াদুদ মিয়া সহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন রিফাত হত্যার একমাস পেরিয়ে গেলেও একজন আসামী ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাছাড়া গ্রেফতারকৃত আসামী রিফাত ভুইয়া কোর্ট থেকে জামিনে এসে বাদী ও তার পরিবাররের সদস্যদের মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকী-দুমকী দিচ্ছে। মামলার সকল আসামীদের দ্রæত গ্রেফতার ও ফাঁসির দাবী জানান বক্তারা।

এর আগে গত পহেলা আগষ্ট ঈদ-উল আযহার আগের রাতে রিফাত হাসানকে নির্মম ভাবে হত্যা করা হয়।