চান্দিনায় নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে পুলিশের সমাবেশ

 

টি.আর. দিদার, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি :
নারী ধর্ষণ ও নির্যাতন রোগে কুমিল্লার চান্দিনায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজির আহমেদ এর নির্দেশে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় একযোগে সারা দেশে ওই বিট পুলিশিং সমাবেশ করে পুলিশ।

সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনা থানা পুলিশ উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩ এবং পৌর এলাকায় ৩টি স্থানে এক যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ সম্পন্ন করেন।

শনিবার সকালে নবাবপুর মুক্তিযোদ্ধা ভবনে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের বিট পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়রম্যান সাহাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, সাংবাদিক কাজী তাওহিদ, দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা।


শিক্ষক ফরহাদ রায়হান এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ দপ্তর সম্পাদক আবুল কাশেম, শিক্ষার্থী রিফাত জয়া।

এসময় উপস্থিত ছিলেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) আহাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নজরুল ইসলাম সুমন, পৌর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

এদিকে, একই সময়ে পৌরসভার ছায়কোট এলাকায় ৭,৮ ও ৯নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার লোকজন নিয়ে নারী ধর্ষণ ও নির্যাতন রোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মফিজুল ইসলাম।

সহাকরি উপ-পরিদর্শক (এ.এস.আই) ওয়াহিদ আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর কাউন্সিলর আব্দুর রব, কাউন্সিলর আব্দুছ সালাম, কাউন্সিলর দুলাল মিয়া, মহিলা কাউন্সিলর রাবেয়া খাতুন প্রমুখ।

হারং উচ্চ বিদ্যালয় সভাকক্ষে পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মফিজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু, উপজেলা আওয়ামীলীগ নেতা শওকত হোসেন ভূইয়া, কাউন্সিলর আকতার হোসেন নাদিম, শাহজাহান সরকার, তাজুল ইসলাম, মিনোয়ারা বেগম, সাংবাদিক মাসুমুর রহমান মাসুদ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য আনোয়ার হোসেন।

 

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৭ অক্টোবর ২০২০ খ্রি. ০১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ সফর ১৪৪২ হিজরি, শনিবার