কে না স্বাধীনতা চায়?

কথিকা

ক্ষুদীরাম দাস :
কে না স্বাধীনতা চায়? সবাই চায়। স্বাধীন জীবন, মুক্ত জীবন সবার কাছেই আদরণীয়, কাংখিত। কেউ চায় না তার চাল-চলনের মাথায় কেউ লাঠি হাতে দাঁড়িয়ে থাকবে। কেউ চায় না সে যেখানে যেখানে যাবে অন্য কেউ সার্বক্ষণিক তার দিকে নজর রাখবে-তাকে নিয়ন্ত্রণ করবে।

এতে তার প্রাণ স্বাভাবিক গতি হারিয়ে ফেলে; তার অন্তরের শান্তি বা আনন্দ নষ্ট হয়। তার কষ্ট হয়। তাই সকলে চায় স্বাধীনতা, চায় স্বাধীন জীবন। একজনকে যদি তিন চার জন সন্ত্রাসী এসে মুখ বেঁধে তুলে নিয়ে যায় এবং কোনো ঘরে তালা মেরে রেখে মাছ মাংসসহ সাত প্রকারের বা পদের তরকারি দিয়ে ভাত খেতে দেয় তবে তাতে, ঐ সুস্বাদু খাবারে তার কি সামান্যও তৃপ্তি হবে? হবে না।

কারণ সে স্বাধীন নয়। সে পরাধীন বা বন্দী। কেউ পরাধীন জীবন চায় না বা অন্যের দাস হতে চায় না। কারণ, দাসের নিজস্ব ভালো লাগা, মন্দ লাগার বিষয় থাকে না; নিজস্ব পছন্দ-অপছন্দের বালাই থাকে না। ভালো লাগুক আর না লাগুক অন্যের ইচ্ছাকে মেনে নিতে হয়। এটা কারো কাক্সিক্ষত নয়, পছন্দ নয়। অতএব, চাই স্বাধীনতা। চাই সেই জীবন যে জীবনে থাকবে না বাঁধাবন্ধন, থাকবে না বিধি বিধানের শৃঙ্খল।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১২:২৪ এএম

২৭ নভেম্বর ২০২০ খ্রি. ১২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১১ রবিউস সানি ১৪৪২ হিজরি, শুক্রবার