রিসিপশানের মেয়েটি : ক্ষুদীরাম দাস

 

রিসিপশানের মেয়েটি ঐ
আমার বাঁকা চোখের খাদে,
ভেসে গেলাম নতুন নদীতে
পড়েছি গো প্রেমের ফাঁদে।

প্রেম জেগেছে তার হৃদয়েও
বুঝতে পেরেছি,
আড়চোখে বারে বারে দেখে
তার প্রেমে আমি ফেঁসেছি।

মুচকি হাসিতে ভুলিয়ে আমায়
আবার মাথা নত লাজে,
প্রেমের জ¦ালায় জ¦লছি দু’জন
মনোযোগ নাই না কাজে।

ডেকে বললাম বন্ধুকে,
‘রিসিপশানের ঐ মেয়েটি
প্রেমের জোয়ারে ভাসিয়ে আমায়
লুকিয়ে দেয় চোখ টিপি।‘

বন্ধু হেসে বলে আমায়,
‘চালিয়ে যাও বন্ধু চালিয়ে যাও,
মধুর সুখ খোঁজে পাবে
দুঃখ যতই পাও।’