ফরিদগঞ্জে জমিসহ ঘর পেলো গৃহহীন ২০ পরিবার

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশব্যাপী ৫৩ হাজার ৩৪০টি পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়।

তারই অংশ হিসাবে চাঁদপুরের ফরিদগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২০টি ঘর প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম (রোমান) উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলীহরি, সহকারি কমিশনার (ভ‚মি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুলসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী ঘর উপহার দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপজেলায় প্রাপ্ত ঘরগুলোর মধ্যে বাঘড়াবাজার এলাকায় ১৩টি ও সাহেবগঞ্জ এলাকায় ০৭টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।

নতুন ঘর পেয়ে হিজড়া মাহমুদা আক্তার আবেগাাপ্লুত হয়ে বলেন, আমি ছন্নছাড়া অবস্থায় ছিলাম; মমতাময়ী প্রধানমন্ত্রী আমাকে থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, আমি খুবই খুশী।