মতলবে করোনা সংক্রামণ রোধে এএসপি সার্কেলের অভিযান

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি :

চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রামণ রোধে অভিযান চালিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত।

১২ জুলাই সোমবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত মতলব বাজারের সিএনজি স্ট্যান্ড, মাছ বাজার, রথ বাজার, কাপড় পট্রি, মনোহরী পট্রি, ফল পট্টিসহ বিভিন্ন অলিগলিতে অভিযানকালে তিনি সকলকে করোনো ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য সরকারের দেয়া বিধিনিষেধ গুলো মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ ছাড়াও বাজারের ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে, মুখে মাস্ক ব্যবহার করে সরকারের দেয়া নিয়ম অনুযায়ী দোকান পাট খোলা ও বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। তবে অভিযানে কাউকে জেল কিংবা জরিমানা করা হয় নি।

এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, মতলব বাজার ও জনকল্যাণ সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, ব্যবসায়ীবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।