দোহারে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ প্রদান

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :

দোহারে বিআরডিপির উদ্দ্যোগে এসএমই ঋণ প্রদান “এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহারে মহামারী করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এসএমই প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।

২৫ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার বিআরডিবি ভবনে হাস-মুরগী, গরু-ছাগল, মুদি দোকানি, ফার্নিচার ব্যবসায়ী এবং দর্জি প্রায় ১৬ জন উদ্দ্যোক্তার মাঝে ১৭ লক্ষ ৪০ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান দেওয়া হয়। দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান হিমু, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, জয়পাড়া কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান শান্ত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউল মাহমুদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ খালেদ ইবনে জাহাঙ্গীর প্রমুখ।