নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে শান্তিতে লাখো মানুষের টিকা গ্রহণ

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপন্ডেন্ট :

করোনায় সুরক্ষায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে একদিনের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শান্তিপূর্ণ ও সফল ভাবে শেষ হয়েছে। একদিনে সিটি করপোরেশনের ৩টি অঞ্চলের ২৭টি ওয়ার্ডে লক্ষ্যমাত্র ২৭ হাজার থাকলেও ৩৪ হাজার মানুষকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানান প্রধান স্বাস্থ্যকর্মকর্তা শেখ মোস্তফা আলী।

তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টা থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়। আমাদের টার্গেট ছিল ১ হাজার মানুষকে টিকা দেওয়ার। তবে শহর ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলে মানুষ বেশি হওয়ায় আমরা সবাইকে টিকা দিয়েছি। যার জন্য আমরা একদিনে ৩৪ হাজারের বেশি মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি।’

তিনি আরো বলেন, ‘এক মাস পর একই দিনে একই কেন্দ্রে একই ভাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আশা করছি তখনও সফল ভাবে দিতে আমরা সক্ষম হবো। তবে এখনও যারা টিক দিতে পারেনি তাদের হতাশ হওয়ার কিছু নেই। টিকা আছে যাদের ম্যাসেজ যাবে তারা এসে টিকা নিতে পারবে।’

অনেকের অভিযোগ টিকার ম্যাসেজ আসছে না? তিনি বলেন, ‘এক সঙ্গে লাখো মানুষ নিবন্ধন করেছে। এখন সিরিয়াল অনুযায়ী ম্যাসেজ যাচ্ছে। সেজন্য কিছুটা সময় লাগছে। আশা করছি নির্দিষ্ট সময়ে ম্যাসেজ চলে আসবে। তাছাড়া কোন সমস্যা হলে আমরা সমাধান করে দিচ্ছি এরজন্য কেউ হতাশ হবেন না।’

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?