হাইমচরে আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীফ মোঃ মাছুম বিল্লাহ :

এই প্রথম বারের মত হাইমচরে আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘বিতর্কের সূচনায় তারুণ্যের শৃঙ্খলা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘প্রান্তিক, জয়যাত্রা ও উল্লাস’ এ তিনটি পর্বের মধ্যে আজ সম্পন্ন হয় প্রথম পর্ব প্রান্তিক।

বুধবার (২৯ জুন) সকাল ৯ টায় হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে আদর্শ শিশু নিকেতন হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতার প্রান্তিক পর্ব অনুষ্ঠিত হয়।

এতে বিতর্ক একাডেমির প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাজহারুল ইসলাম শফিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইমরান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম মীর হোসেন, বিতর্ক সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিতর্ক একাডেমির সভাপতি মোঃ নূরে আলম মাসূম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ শিশু নিকেতন অধ্যক্ষ আবদুল লতিফ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, নীল কমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম প্রমূখ।

হাইমচর বিতর্ক একাডেমির সাধারণ সম্পাদক শারমিন সুলতানা ইতির পরিচালনায় ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে উপস্থিত ৫টি বিদ্যালয়ের বিতার্কিকদের জমকালো মনোমুগ্ধকর বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে কে. ভি. এন উচ্চ বিদ্যালয়, আদর্শ শিশু নিকেতন, বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। এ সকল বিদ্যালয়ের বিতার্কিকগন জয়যাত্রা পর্বের জন্য নির্বাচিত হয়েছেন।

বিজয়ী ৪টি বিতর্ক দলের মধ্যে সেরা বক্তা নির্বাচিত হয়েছেন আদর্শ শিশু নিকেতনের ৮ম শ্রেণির শিক্ষার্থী দলীয় নেতা আয়শা আক্তার মারিয়া। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের সনদ প্রদান করেন হাইমচর বিতর্ক একাডেমি কর্তৃপক্ষ।