ইদানিং চুরি হয়

ক্ষুদীরাম দাস :

সবাই জানে
সবাই শুনে,
অভাব লেগেই আছে
অভাবের পিছে।

ইদানিং চুরি হয়
বাদ যায়নি অন্তর্বাস
ধনীদের নেই হুঁশ
গরীবের লম্বা বাঁশ।

শুনেছি তেলের দাম বৃদ্ধি ষোলো আনা
আবার কমেছে শুধু এক আনা;
ঐ তোরা সব চুপই থাক
কোনো লাভই হবে না।

যখন যেটার দাম বেড়েছে
তার দাম কি কখনো কমেছে?

ইদানিং অসততা বেড়েছে
বেড়েছে ঘুষ, রাহাজানি, দুর্নীতি;
এভাবেই হয়তো চলবো মোরা,
বলতে নেই-এটা কোন রীতি!

তবুও বাঁচার আশা, তাই
ইদানিং চুরি হয়
পাশের বাড়ির গৃহবধূর সবকিছু;
তোরা কেউ কাঁদিস না, সবাই হাস
কারণ, বাদ যায়নি অন্তর্বাস।