স্বরূপকাঠিতে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ সন্ত্রাসী হামলা : নারীসহ ৩জন আহত

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি  :
স্বরূপকাঠির পাটিকেলবাড়ি গ্রামের সোহেল মোল্লার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ফাতেমা বেগমসহ তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ফাতেমা বেগম (৪০) ও আলতাফ হোসেন গাজীকে (৫৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে ওই গ্রামের আল আমিনের দোকানের সামনে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আলতাফ গাজীর ছেলে রাকিব হাসান বাদী হয়ে সোহেল মোল্লা ও তার ভাই মেহেদী মোল্লাসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলায় এজাহারে মারধরসহ শ্লীলতাহানীর অভিযোগ করা হয়েছে। বিবরনে জানাগেছে ওই এলাকার আলোচিত সন্ত্রাসী সোহেল মোল্লা ও তার ভাই মেহেদী মোল্লা দোকানদার আলআমিনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়।

এসময় সেখানে উপস্থিত বাদী রাকিব হাসানকে পূর্ব বিরোধের জের ধরে গজাল লোহা দিয়ে পিটুনি দেয়। সন্ত্রাসীদের হাত থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন আলতাফ গাজী ও তার ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম। লোহার পাতের আঘাতে তারা গুরুতর জখম হলে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো.গোলাম ছরোয়ার জানান, ওই ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তের জন্য উপ পরিদর্শক মো, কে,এম, মজিবর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে ।