এসো হে বৈশাখ এসো এসো

 ফজলে রাব্বি, মহেশপুর প্রতিনিধি :

ফজলে রাব্বি: এসো হে বৈশাখ এসো এসো আজ থেকে প্রায় ১৪২৭ বছর আগে মুঘল সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা দিন সপ্তাহ মাস ও বছর গণনা শুরু করেন ঐ সময় বছরের প্রথম মাসের নাম রাখা হয় বৈশাখ। তাই সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দিয়েছে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। স্বাভাবিক ভাবেই সে স্বপ্ন, করোনাভাইরাস মুক্ত -নতুন বাংলাদেশ ।

বাংলাদেশসহ বিশ্বের বাঙ্গালি করোনা মহামারি থেকে সহসা মুক্তির প্রত্যাশা নিয়েই আজ প্রথমবারের মতো নতুন বছরকে বরণ করে নিয়েছে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই।

জানাগেছে ঝিনাইদহ জেলার মহেশপুর, কোটচাঁদপুর উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার দামূরহূদা ও জীবননগর উপজেলায় সরকারি বিধি নিষেধ এর কারণে আজ বাংলা নববর্ষের দিন বাড়িতে বসেই পালন করছেন বৈশাখ। তবে সনাতন ধর্মাবলম্বীরা মন্দির বা উপাসনালয়ে না গিয়ে নিজ-নিজ গৃহে অবস্থান করে চুপিসারে সেরে নিচ্ছেন বৈশাখের আনুষ্ঠানিকতা।