গুমড়ে কাঁদছে মধ্যবিত্ত্ব শ্রেণির মানুষ

ফজলে রাব্বি, মহেশপুর প্রতিনিধি:

মরণ ব্যাধি করোনা ভাইরাসের কারণে সারা দেশে চলছে অঘোষিত লকডাউন। এসময় রিক্সাচালক, ভ্যানচালক ও দিনমজুর থেকে শুরু করে মধ্যেবিত্ত্ব, উচ্চবিত্ত্ব ও সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ অনেকেই ঘরে বসে অলস সময় পার করছেন। আবার অনেক মানছেন না লকডাউন। কেউ কেউ শখের বসে অলস সময় পার না করে বের হচ্ছেন বেড়াতে ।

আবার নিম্ম আয়ের অনেকে কিছু টাকা রোজগারের জন্য বের হচ্ছেন। কিন্তু খোঁজ খবর রাখছেন না কেউ মধ্যবিত্ত্ব শ্রেণীর মানুষের।

 

তারা লজ্জা-শরমে যাচ্ছে না ত্রাণের খাতায় নাম লিখাতে। খিদের জ্বালা পেটে নিয়ে আছে।

ঝিনাইদহের কোটচাঁদপুর, মহেশপুর উপজেলা ও তার পার্শ্ববর্তী এলাকা ঘুরে নাম প্রকাশ না করার শর্তে এমন অনেকেই জানান, সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সাহায্য সহযোগিতা পায় নিম্ম আয়ের মানুষগুলো, আবার তারা লজ্জা শরম না পেয়ে যেকোনো কাজ ধরনের কাজ করতে সংকোচ বোধ করে না।

তিনি আরও বলেন, , আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আমাদের কষ্ট কেউ বোঝে না। সরকার নিম্মবিত্ত শ্রেণীর মানুষের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য একটি ব্যবস্হা করার জন্য আবেদন করেন।