তিতাসের ভুট্টা চাষিদের মাথায় হাত : ফসল উঠিয়ে আনলেও করা যাচ্ছেনা সংরক্ষণ

 

মেহেদী হাসান, তিতাস কুমিল্লা (প্রতিনিধি) :

ভুট্টা চাষ করা অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলক সহজ ও আর্থিক দিক থেকে অধিক লাভবান হওয়া যায়। সে চিন্তা থেকেই ভুট্টা চাষের দিকে ঝুকছে তিতাস উপজেলার অধিকাংশ কৃষক।

অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার জমিতে রোগ বালাইয়ের উপদ্রব কম থাকে, আছে অনেকটা সুবিধে। কিন্ত ঝড়-বৃষ্টি, ভুট্টা গাছ ও ভুট্টার জন্যে প্রতিবন্ধক। ইতিমধ্যে ভুট্টা উঠিয়ে বাড়িতে আনলেও হানা দিয়েছে বৃষ্টি। রোদের অভাবে শুকানো যাচ্ছেনা ভুট্টা। মাঝেমাঝে রোদের আনাগোনা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।ফলে ভুট্টা চাষকারী কৃষকের মাথায় বেড়েছে চিন্তার ভাঁজ।


ভুট্টা চাষি এক কৃষক জানান, যে,৭২ শতক জমিতে ২০ হাজার টাকা ব্যায়ে ভুট্টা চাষ করেছিলেন কিন্ত এবারের বৃষ্টির কারনে ভুট্টা রোদে শুকাতে পারছেন না। ফলে নষ্ট হয়ে যেতে পারে ভুট্টা। ফলে ২০ হাজার উঠে আসবেনা বলে জানান তিনি। তার মতো আরও যারা চাষি আছে,তাদের অবস্থাও একই ধরনের।