দরকার নেই এহেন লকডাউনের !

মনির সাকী, ঝালকাঠি প্রতিনিধি :

কোভিট-১৯ প্রানঘাতি এই ভাইরাসের প্রকোপে বিশ্ব মানবতা আজ ধ্বংসের দার প্রান্তে এসে পৌছেছে। বড় বড় দেশের মতো বাংলাদেশেও বিপর্যয় নেমে এসেছে। প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে ! বেড়ে চলছে মৃত্যুর মিছিল।

দেশের প্রশাসনিক দপ্তর, মসজিদ, বাজার, ব্যাংকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পোশাক শিল্প ও বিভিন্ন কারখানা লক ডাউনের নামে চলছে নানা নাটকীয়তা।

হাজার হাজার লোক একসাথে ঘন্টার পর ঘন্টা অফিস করলেও বিনা সংশয়ে গার্মেন্টস ও বিভিন্ন কারখানার মালিকরা লক ডাউন ভেংগে তাদের ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছে।

তারা শ্রমিকদের জীবনকে হুমকির মুখেই সকল কার্যক্রম চালু রেখেছে। এতে সায় রয়েছে সরকার যন্ত্রেরও। যেখানে লক্ষ লক্ষ কর্মী তাদের জীবন সংশয়ে ভুগছে তখন শুধু বাজার, মসজিদে লক ডাউনের কোন দরকার নাই বলে ভাবছে বিভিন্ন পর্যায়ের সচেতন মানুষ।

গার্মেন্টস ও বিভিন্ন কারখানা খোলা রাখার বিষয়ে বিভন্ন মানুষের সাথে কথা বললে তারা অতি ক্ষোভের সাথে বলেন আমরা এহেন লকডাউন চাইনা। সেই সাথে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে গার্মেন্টস ও কারখানা বন্ধের আদেশ দানের আবেদন করেন।