বাজারে বেড়েছে লেবুর দাম

ফজলে রাব্বি টিটো, মহেশপুর প্রতিনিধি :

করোনায় ও পবিত্র রমজানে বেড়েছে লেবুর দাম, খুশি চাষিরা করোনায় ভিটমিন সি জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া ইফতারিতে শরবত তৈরিতে ব্যবহৃত হচ্ছে লেবু আর এ কারণে বেড়েছে লেবুর চাহিদা।

জানা গেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লেবু চাষিরা তাদের উৎপাদিত লেবুর ভালো দাম পাচ্ছেন। অনেকেই লেবুর আশানুরূপ দামে বিক্রি করতে পেরে বেশ খুশি।

উপজেলার বেশ কয়েক জন কৃষকের সাথে কথা বলে জানা যায় প্রতি ৫ কাঠা জমিতে লেবু চাষে ৬ মাসে লক্ষাধিক টাকার লেবু বিক্রিয় হয়।

এই বিষয়ে আরও কয়েকজন জানান প্রতি ৫ কাঠা জমিতে ৩৫টি সরবতী লেবুর গাছ লাগানো যায় তবে বাগানের গাছগুলো পরিপূর্ণ হয়ে উঠলে। বর্তমান বাজার দরে ৬ মাসে কমপক্ষে ১ লাখ টাকার লেবু বিক্রি করা সম্ভব। একজন কৃষক জানান পাইকারদের কাছে প্রতিটি লেবু ৫ টাকা দরে এক মাসে লেবু বিক্রি করেছেন ৩০ হাজার টাকা।

পাইকাররা সরাসরি বাগানে এসে লেবু কিনে নিয়ে যান। তাই বাজারে নিয়ে গিয়ে বিক্রির ঝামেলা পোহাতে হয় না। এছাড়া বাজারে খুচরা লেবু বিক্রয় হচ্ছে প্রতি পিস লেবু ৭ টাকা ৫০ পয়সা দরে।