ডা. রকিবের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেফতার

নিউজ ডেস্ক :
খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডা. আব্দুর রকিব খানের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি জমিরসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাতে থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে, বুধবার (১৭ জুন) বিকেলে নগরীর সদর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেন ডা. আব্দুর রকিব খানের ছোট ভাই সাইফুল ইসলাম খান। এদিকে ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কর্মবিরতি পালন করছেন খুলনা ও বাগেরহাটের চিকিৎসকরা। এতে বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা।

তবে কোভিড-১৯ হাসপাতাল ও খুলনা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা সেবা চালু রয়েছে।

গত ১৫ জুন নগরীর গল্লামারীর রায়সা ক্লিনিকে শিউলি বেগম নামে এক প্রসূতি মায়ের চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ ওঠে।

এ ঘটনায় চিকিৎসক রকিবকে মারধর করেন তার স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন মারা যান তিনি।